সাতক্ষীরা: বাংলাদেশে ভারতবিরোধীরা বিএসএফকে সন্ত্রাসী সম্বোধন করে। অথচ সেই বিএসএফ সৌজন্য দেখিয়ে আটকে পরা বাংলাদেশীদের ফেরত দেয়!
ভারতে আটক চার বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ।
চারজনকে ফিরিয়ে দিলো নিজের দেশে ভারত।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মঙ্গলবার বিকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
তারপর বিজিবির কাছে চারজনকে হস্তান্তর করে বিএসএফ।
পরে রাতে তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
চার বাংলাদেশি হলেন- সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মো. বদিয়ার রহমানের ছেলে মো. মোনায়েম হোসেন (৩৪), একই গ্রামের আব্দুল মাজেদ মোড়লের মেয়ে রেবেকা বেগম (৩৬), খুলনা জেলার কয়রা উপজেলা ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের মেয়ে রার্নিমা খাতুন (২৫) এবং পাঁচ বছরের এক শিশু।
জানা যাচ্ছে, চারজন বাংলাদেশি সোমবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আমুদিয়া সীমান্তের ৩ নম্বর গেইট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের আটক করে।
বিএসএফ বিষয়টি বিজিবিকে জাননো হয়। জিরো লাইনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর বিএসএফ চারজনকে সুন্দরভাবে হস্তান্তর করে।
ভারতবিরোধীরা বহু কথা বলে, কিন্তু ভারত সৌজন্য দেখিয়েই কাজ করে।