চট্টগ্রাম: বাংলাদেশে প্রশ্ন করা যাবে না। মন্দির ভাঙছে প্রতিদিন। মন্দির গড়তে দেয়া তো বহু দূরের কথা। কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা যাবে না।

দেখা গেছে, কোন নোটিশ ছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ খিলক্ষেত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির গুঁড়িয়ে দিয়ে গেল।

এমনকি মায়ের প্রতিমা সরানোর সময়টুকুও দেয়া হয়নি।

বাংলাদেশ হিন্দু মহাসংঘ রথযাত্রা সকাল রেলি বয়কট ঘোষণা করেছে। ‘মন্দির ভাঙ্গার উপর দিয়ে কোন প্রকার রথ উৎসব আমরা পালন করব না’।

সনাতনীদের বাস করতে দেয়া হবে না এই দেশে।

এবার অভিযান চালিয়ে মন্দির নির্মাণ কার্যক্রম বন্ধ করার আদেশ দেয়া হলো।

আদেশ দেয়া হলে না মানলে, বা মানলেও সেই মন্দির বাংলাদেশে থাকে না।

ষড়যন্ত্র করে মন্দিরের কাজ বন্ধ করা হলো।

বলা হচ্ছে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান। আসলে উদ্দেশ্য মন্দির।

নগরের আকবরশাহ ও খুলশী থানার বিভিন্ন এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাহাড় সংরক্ষণে গঠিত চট্টগ্রাম জেলা প্রশাসনের জোন কমিটি-৪।

জেলা প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর লেক সিটি হাউজিংয়ের পাশে রেলওয়ে মালিকানাধীন পাহাড় কেটে নাকি গুরুকুল মন্দিরের উন্নয়ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

মন্দির সভাপতিকে নোটিশ দিয়ে নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার।

এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটির চলমান উন্নয়ন কার্যক্রম বন্ধের কথা বলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *