ঢাকা: দীর্ঘদিন প্রবাসে থাকার পর আজ মঙ্গলবার, ৬ মে’ লন্ডন থেকে ঢাকায় ফিরলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এর আগে লন্ডন সময় সোমবার (৫ মে) দুপুরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই ছবির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এদিন সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখযোগ্য যে, লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁকে বরণ করার জন্য নেতাকর্মীরা সকাল থেকে প্রস্তুত।
খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে এসেছেন দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
বিএনপির নেতাকর্মীরা আজ ভোর থেকেই ব্যস্ত। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন সকাল থেকেই।
এছাড়া, খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, লন্ডনে খালেদার সাথে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের-এর বৈঠকের তিন সপ্তাহ পর খালেদা জিয়া দেশে ফিরলেন। এটি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।