বাগেরহাট: শেখ হাসিনাকে গদিচ্যূত করার পর বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের ধরে ধরে ঠুকে দেয়া হচ্ছে মামলা। ভুয়া মামলা সাজিয়ে হয়রানি করা হচ্ছে কেবল। ঠিক যেমন হয়রানির শিকার হতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে।

এবার বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরও রয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিস্তারিত পরে জানানো হচ্ছে।”

কিন্তু তাঁদের গ্রেফতার করা হলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখযোগ্য যে, আমিরুল আলম মিলন বাংলাদেশের বাগেরহাট জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য।

তিনি বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ার পর ২১ মার্চ ২০২০ সালের উপনির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক-বর্তমান ২৫ এর উপর মন্ত্রী, আছেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এবং চল্লিশের বেশি এমপিকে আটক করে বিভিন্ন বানোয়াট ও মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। বেশিরভাগ নেতাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ইন্ধনদাতা ও নির্দেশদাতা হিসেবে। যার কোন তথ্য-প্রমাণাদি কিছুই নেই।বাদীরাও জানেন না আসামী কে বা কারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *