ঢাকা: না জিজ্ঞাসাবাদ না কোনো আইনি প্রক্রিয়া! আপসে ছেড়ে দেয়া হলো আসিফ মাহমুদকে।
ষড়যন্ত্রের হোতা আসিফ মাহমুদকে পুলিশি জিজ্ঞাসাবাদ হলো না, রিমান্ডও না।
উপদেষ্টা আসিফের ব্যাগে অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া গিয়েছে।
বিমানে ওঠার সময় যেখানে কোন ধারালো কিছু, স্প্রে জাতীয় কিছু নেওয়া নিষেধ সেখানে তিনি কিভাবে গুলি নিয়ে উঠতে চান?
তিনি অজুহাত দিয়ে বলেছেন, এটি নাকি দূর্ঘটনাবশত তাঁর ব্যাগে রয়ে গিয়েছিল। তারমানে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।
কেন করেন?
এতে বহু প্রশ্নের উদয় হচ্ছে। এতো নিরাপত্তারক্ষী থাকার পরেও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে কেন অস্ত্রের গুলিভর্তি ম্যাগাজিন থাকবে?
এখন ছাত্র সমন্বয়করাই এখন সশস্ত্রভাবে চলাফেরা করেন কিনা, এই প্রশ্ন থেকেই যায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামোনেশন ম্যাগাজিন গুলি বহনের অংশ উদ্ধার হয়েছে।
অথচ কোনো জিজ্ঞাসাবাদ বা আইনি প্রক্রিয়া ছাড়াই সহজে তিনি মরক্কোর প্লেনে উঠেছেন।
তিনি এমন একজন সরকারি প্রতিনিধি, যিনি অস্ত্র নিয়ে বিদেশে যাচ্ছেন, দেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি?
প্রশ্ন জনগণের, একজন ‘উপদেষ্টা’র ব্যাগে গুলি থাকে কেন?
ম্যাগাজিনটি শনাক্তের পর আসিফ মাহমুদ বলেন, এটি ভুলবশত লাগেজে চলে এসেছে। এরপর তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন।