ঢাকা: জুলাই ঘোষণাপত্র নিয়ে অস্থির এনসিপি।

মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের হুমকি এমন কোনো ঘোষণাপত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বলছে জনগণ।

ব্যর্থতার দায় চাপিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা করা হলো।

জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ‘ব্যর্থতার পরিচয় দিয়েছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আগামী ৩ অগাস্ট তারাই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

নাহিদ বলেন, “জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল, ৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তার কোনো উদ্যোগ নেই।

“সরকার যেহেতু বলেছিল সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি; সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ছাত্র-জনতাকে সাথে নিয়ে ৩ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *