ঢাকা: গ্রেপ্তারের তালিকায় ঢুকিয়ে দেয়া হলো আরো এক ব্যক্তিকে। তিনি আওয়ামী লীগের।
একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন।
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার ৩ নং ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানুয়ারুজ্জামান জোসেফ কাকা কে মিথ্যা মামলা অভিযোগে গ্রেফতার করেছে।
রবিবার মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
ভুয়া মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।