ঢাকা: বাংলাদেশে যখন একের পর এক মব সহিংসতা, হত্যা, ধর্ষণ এবং রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হচ্ছে, তখন সিইসিকে নাকি পাওয়া যাচ্ছে না।

সাবেক সিইসি কে এম নূরুল হুদা কিংবা লালমনিরহাটে সংখ্যালঘু বাবা-ছেলের ওপর মব হামলা—এসব একক ঘটনা নয়, বরং গত ১০/১১ মাস ধরে ধারাবাহিকভাবে সংঘটিত হচ্ছে।

এসব যখন হচ্ছে দেশে তখন সিইসি অফিসে আসেননি। ইউনূসের সাথে বৈঠকের পর পরই তিনি অফিসে আসেননি।

এই অবস্থায় থমথমে পরিবেশ বিরাজ করছে নির্বাচন কমিশনে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দুই দিন ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অফিসে না আসায় নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা হচ্ছে।

সিইসি কবে আসবেন বা কবে নাগাদ নির্বাচন কমিশন পুনর্গঠন হবে এইসব নিয়ে প্রশ্ন উঠছে।

তবে তার অফিসে না আসাটা অনেক প্রশ্নের সৃষ্টি করছে।

মূলত সাবেক সিইসি দের সাথে যেরকম ঘটনা ঘটছে, তাতে তার অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করেন সিইসি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে হঠাৎ এই বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে কোনো পক্ষ থেকেই ব্রিফ করা হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *