ঢাকা: মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে তৎপর অন্তর্বর্তী সরকার, এবং প্রশাসনও। চলছে একের পর এক গ্রেপ্তারি।
মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতা-কর্মী শহীদ হন। জাতিকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ ও যুক্ত করার ক্ষেত্রে ছাত্রলীগের অবদান ছিল সবচেয়ে বেশি।
সেই ছাত্রলীগকেই ভুয়া মামলা, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হচ্ছে।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪), বাংলাদেশ ছাত্রলীগের পটিয়া পৌরসভা আহ্বায়ক কমিটির এক সিনিয়র সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিলেন বলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা নিয়ে বাকলিয়া থানায় হওয়া একটি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে।