যশোর: যশোর শহরের সার্কিট হাউজ রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছয়তলার কার্নিশ ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনায় দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন: প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা, প্রকৌশলী আজিজুল ইসলাম, দিনাজপুরের বাসিন্দা, শ্রমিক নুরু (৪৫), চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
এরা সবাই “বিল্ডিং ফর ফিউচার লিমিটেড” নামক একটি ডেভেলপার কোম্পানির নিয়োজিত কর্মী ছিলেন।
সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন ষষ্ঠ তলার সানসেটে তিনজন দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সেটি ভেঙে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান দুই প্রকৌশলী। এদিকে গুরুতর আহত অবস্থায় সাব-কন্ট্রাক্টর নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বলা হচ্ছে, ভবনটি অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। নির্মাণকাজে কোনোরকম বিল্ডিং কোড বা সরকারি নির্দেশনা মানা হয়নি।
এমনিতেই ঝুঁকিতে ছিলো এটি। তবে প্রথম থেকে কেন নজর দেয়া হয়নি সেটাই প্রশ্ন উঠছে!