পটিয়া: বৈষম্যবিরোধীর নামে চলছে দেশজুড়ে সন্ত্রাস। বৈষম্য বিরোধী এই এক শব্দে জনগণের ঘৃণা ধরে গিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের রাজনৈতিক দল এনসিপি থানা- পুলিশ সব গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। যেন সরকার চালাচ্ছে ওরা।

ওদের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে রাষ্ট্রযন্ত্রকে। জঙ্গীপনার ঔদ্ধত্যপূর্ণ আচরণে দেশবাসী দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছে।

ছাত্রলীগ নেতাকে ‘আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এইরকমভাবে বিগত ১১ মাসে হাজার হাজার নেতাকর্মীকে তুলে নেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ভুয়া মামলা দিয়ে।

এই ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতির ঘটনার পর থানা ঘেরাও করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ কর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে।

বিক্ষোভ, সন্ত্রাসী কাজকর্ম তাদের ধর্ম। দোষ তারাই করবে, বিক্ষোভ তারাই করবে।

এইসবের জের পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বরাবর এই এনসিপি র রোষানলে থানা পুলিশ, প্রশাসন।

বুধবার জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল ফেইসবুকে লিখেছেন, “পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে।”

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে একজন ছাত্রলীগের নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা। জোরজবরদস্তি গ্রেপ্তার করতেই হবে এমন আচরণ তাদের।

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয় এবং ‘উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *