ময়মনসিংহ: মর্মান্তিক ঘটনা ঘটলো আবারো ময়মনসিংহে।
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বাশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
এদিন বুধবার সকাল সাতটা নাগাদ টাঙ্গাব বাশিয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়।
ঘটনা দেখেই স্থানীয়রা পাগলা থানা-পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নদে নৌকাডুবির ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। উপজেলার পাগলা থানাধীন বাসিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি ঘটে।
নৌকাডুবিতে ১৪ বছরের শাপলা আক্তার ছাত্রীর মৃত্যু হয়। সে নবম শ্রেণির ছাত্রী।
গতকালই তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুইজনের মরদেহ আজ উদ্ধার হয়েছে।