চট্টগ্রাম: পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নতুন করে অভিযান চালাচ্ছে। সেনা কর্তৃপক্ষ এটিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ( কেএনএফ) অভিযান বললেও এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করছেন পাহাড় সংশ্লিষ্ট মহল।

কারণ ইতিপূর্বে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ( এএ)’ র সশস্ত্র সদস্যরা বান্দরবানে (মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের ১০ কিলোমিটার ভেতরে) এসে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ড করেছে প্রকাশ্যে।

কিন্তু তখন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সেনাবাহিনী বা বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ)।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযান হয়েছে বলা হচ্ছে। ঘটনায় পাহাড়ি সংগঠন কেএনএফ বা বম পার্টির সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুইজন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এবং এই অভিযান বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য যে, পাহাড়িরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে চেনে ‘বম পার্টি’নামে।

সংগঠনটি ‘কুকি-চিন রাজ্যে’ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়; যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না; থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।

সেনা সূত্রের বরাতে জানানো হয়, গোপন ঘাঁটিটি কেএনএ’র একটি প্রশিক্ষণ ও অবস্থানকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

ধারণা করা হচ্ছে, এখনও আশপাশের পাহাড়ি এলাকায় সংগঠনের আরও সক্রিয় সদস্যরা অবস্থান করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *