মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়া মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার(৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
বুধবার( ২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে তাকে কঠোর পুলিশী নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।