ঢাকা: ইভিএম বাদ দিয়ে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা জারি করলো ইসি।
অযোগ্য প্রার্থীর পক্ষে ভোট কম পড়লে ফের বাক্স ভর্তির সুবিধার জন্যে এটি করা হলো?
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ জারি করে এমন সিদ্ধান্তে এসেছে কমিশন।
উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোট দেয়ার জন্য আলাদা ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে।
এখন যুগ পাল্টেছে, রাষ্ট্রের সব কিছুই ডিজিটাল। ডিজিটাল বাংলাদেশ গড়েছেন শেখ হাসিনা।
কিন্তু ভোটদান ডিজিটাল হোক, এটা কিন্তু তারেক রহমান চাননি, কেন? তাঁর দলের নেতারা চায়নি কেন?
পুরনো খেলায় ফিরতে চায়। ভোটের আগের দুদিন ভোট বেচা কেনার রাজনীতি।