ঢাকা: একদিনে প্রায় ৮৪ কোটি টাকার মালিক হয়ে গেলেন এক প্রবাসী বাংলাদেশী।

কপাল খুলে গেলো তাঁর একটি লটারিতেই।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট ড্র-তে আড়াই কোটি দিরহামের (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি ৪৯ লাখ ৫ হাজার ২৬২ টাকা ) পুরস্কার জিতলেন এক প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যিনি লটারি জিতেছেন, সেই বিজয়ী বাংলাদেশির নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবির বাসিন্দা।

মোহাম্মদ নাসের বিগ টিকেট র‍্যাফেল ড্রর ইতিহাসে অন্যতম বড় অঙ্কের পুরস্কার বিজয়ী হিসেবে নাম লেখালেন।

তবে ড্র অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ী বেলালকে ফোন করলেও তিনি নাকি সাড়া দেননি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

তাঁর লাকি টিকেট নম্বরটি হচ্ছে ০৬১০৮০।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *