ঢাকা: মুহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন মারাত্মক। এই ডিজাইন করে দখল করে নিয়েছেন প্রধান উপদেষ্টার পদ।

এখন দেশে জামাত, রাজাকার বাহিনীকে চাকরি দিচ্ছেন ইউনূস।

গত এক বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ড. ইউনূস সরকার কোন নিয়োগ দিতে পেরেছেন? পারেননি। মানে দেননি।

যারা চাকরির জন্যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছিলো, তাদের এখন আর চাকরি লাগবে না, মুদির দোকান দিতে হবে বা বিদেশ যাত্রা।

এখন দেশে শুধু চাকরি জামাত- শিবিরের, সমন্বয়ক কিংবা বিএনপির নেতা কর্মীদের।

দেশের অবস্থা এটাই। এর অন্যথা আর কিছু নেই।

অনেক কনস্টেবলের হুকুম পালন না করার জন্য চাকরি ছাড়তে হয়েছে। পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

এখন নতুন পুলিশ চাই ইউনূসের। ১২০ টাকায় পুলিশের চাকরি দিচ্ছেন।

রাজাকাররা তাদের দেশ ধ্বংসের এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে।

আর সেটি শক্ত করার জন্য এর আগে জামাতি, হিযবুতি, জঙ্গিকে সঙ্গী করার জন্য ৪২৬ জনকে কোনো ধরনের পরীক্ষা ছাড়া, প্রশিক্ষণ ছাড়া ডিএমপিতে চাকরি দিয়েছেন ইউনূস।

এবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১২ জন তরুণ-তরুণী। ১২০ টাকা খরচ করে নাকি অনলাইনে আবেদন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা।

শুক্রবার (৪ জুলাই) মিরসরাই থানা প্রাঙ্গণে নিয়োগপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয় তাদের।

চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া কনস্টেবলরা হলেন—সাদিয়া আফরিন, মেহেদি জিসান, তানজিমুল, মো. নিলয়, মো. নোমান, রাজু, মো. জাহেদুল, মো. সিফাত, তৃপ্ত বড়ুয়া, প্রতীক, ইফরাহাত এবং আরও একজন।

এটাকে কী বলবেন? কোটা না মেধা?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *