ঢাকা: নির্বাচন নিয়ে নিশ্চয়তার কোনো সুযোগ নেই। এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের এখনও কিছুই হয়নি, অনেক কিছুই বাকি রয়ে গেছে।
যারা ভাবছে এখন এবং লাফাচ্ছে নির্বাচন শেষ করেই আখের হাতে পেয়ে যাবে তারা এখনও ভুলের জগতে বসবাস করছে।
বরং ছলে বলে কৌশলে যেভাবেই হোক আগামী জাতীয় নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবেনা।
এদিকে জামাত শিবির ক্ষমতায় আসার আগে যেভাবে মানুষকে খুন করছে ক্ষমতায় আসলে ঘরে থাকাই কষ্ট হয়ে যাবে।
এখন প্রতীক নিয়ে হুলুস্থুল দেশে। নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বি দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর জন্য নতুন প্রতীক সংরক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল ও প্রার্থীদের সুবিধার্থে প্রতীক সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
এবার নিবন্ধন পেতে ১৪৪টি দলের ১৪৭টি নতুন আবেদন জমা পড়েছে।
ইসি কর্মকর্তারা প্রতীক বিষয়ে বলছেন, এবার অনেক দলই কমিশনের সংরক্ষিত তালিকার বাইরে অনেক রকমের প্রতীক চেয়েছে এবং একই প্রতীকও অনেকে চেয়েছে।
সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৫৫টি দল প্রতীকসহ নিবন্ধন পায়। দলের নামগুলো অদ্ভুত, বিভীষিকাময়।
কবুতর, ফুলের মালা, আম, জাম, কাঁঠাল কিছুই বাদ যায়নি।
>> লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)- ছাতা
>> জাতীয় পার্টি জেপি- বাইসাইকেল
>> বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল)-চাকা
>> কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা
>> বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-কাস্তে
>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ধানের শীষ
>> গণতন্ত্রী পার্টি- কবুতর
>> বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-কুঁড়েঘর
>> বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি-হাতুড়ী
>> বিকল্পধারা বাংলাদেশ বিডিবি-কুলা
>> জাতীয় পার্টি জাপা-লাঙ্গল
>> জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-মশাল
>> জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-তারা
>> জাকের পার্টি-গোলাপ ফুল
>> বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-মই
>> বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি-গরুর গাড়ী
>> বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-ফুলের মালা
>> বাংলাদেশ খেলাফত আন্দোলন-বটগাছ
>> বাংলাদেশ মুসলিম লীগ-হারিকেন
>> ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-আম
>> জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-খেজুর গাছ
>> গণফোরাম- উদীয়মান সূর্য
>> গণফ্রন্ট (জিএফ)-মাছ
>> বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-গাভী
>> বাংলাদেশ জাতীয় পার্টি-কাঁঠাল
>> ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আইএফবি)-চেয়ার
>> বাংলাদেশ কল্যাণ পার্টি-হাতঘড়ি
>> ইসলামী ঐক্যজোট (আইওজে)-মিনার
>> বাংলাদেশ খেলাফত মজলিস-রিকশা
>> ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা
>> বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ)-মোমবাতি
>>বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-কোদাল
>> খেলাফত মজলিস-দেওয়াল ঘড়ি
>>বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-হাত (পাঞ্জা)
>> বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-ছড়ি
>> বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-টেলিভিশন
>> জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-সিংহ
>> বাংলাদেশ কংগ্রেস- ডাব
>> তৃণমূল বিএনপি- সোনালী আঁশ
>> ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ- আপেল
>> বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)- মটরগাড়ি (কার)
>> বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-নোঙর
>> বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-একতারা
>> আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-ঈগল
>> গণঅধিকার পরিষদ (জিওপি)-ট্রাক
>> নাগরিক ঐক্য-কেটলি
>> গণসংহতি আন্দোলন-মাথাল
>> বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-ফুলকপি
>> বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-রকেট
>> বাংলাদেশ আওয়ামী লীগ- নৌকা (নিবন্ধন স্থগিত)
>> বাংলাদেশ জামায়াতে ইসলাম-দাঁড়িপাল্লা (নিবন্ধন পুনর্বহাল)
>> জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)- হুক্কা (নিবন্ধন বাতিল)
>> প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-বাঘ (নিবন্ধন বাতিল)
>> ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন-চাবি (নিবন্ধন বাতিল)
>> ফ্রিডম পার্টি-কুড়াল (নিবন্ধন বাতিল)।