ব্রাহ্মণবাড়িয়া: খুন, সন্ত্রাস, ধর্ষণ এদেরই কাজ। দা, কুঠার ছাড়া এদের হাতে কিছু ওঠে না।

এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর লোকদের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন মারা গেলেন ও প্রায় ২০ আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

যিনি মারা গেলেন তিনি আবার যুবদলের। অদ্ভুত সব কাণ্ড।

শনিবার (৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাতলপার কাঁঠালকান্দি এলাকার উল্টা-গোষ্ঠী এবং মোল্লা গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষ সোহারাব খান মারা গেছেন। তিনি মোল্লা গোষ্ঠীর চান মিয়ার ছেলে।

নিহত সোহারাব মোল্লা” ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

উল্টা গোষ্ঠীর নেতৃত্বে আছেন ইউনিয়ন যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন।

আর মোল্লা গোষ্ঠীর নেতৃত্বে আছেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোতাহার হোসেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন।

দুই দলের তুমুল সংঘর্ষ বাঁধে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ‘উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠী’র মধ্যে দ্বন্দ্ব চলছিলো।

এর জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনা শুধু দুই গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, দোকানপাট ভাঙচুর করে সন্ত্রাসী গোষ্ঠী, লুটপাটও করে।

দেশীয় অস্ত্র সবই আছে এখন ঘরে ঘরে, অন্তর্বর্তী সরকার চিরঘুমে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *