ঢাকা: এই মুহূর্তে বাংলাদেশে দুজনের পারফরম্যান্স খুব ভালো। এক, মুহাম্মদ, আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তাঁরা চমৎকার গুছিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। দেশে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাঁদের মাথা ব্যাথা নেই।

তাঁদের চোখে দেশ খুব ভালো চলছে, এবং দেশে নাকি কোনো জঙ্গী নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় ভালো। ইত্যাদি ইত্যাদি।

বাংলাদেশকে রসাতলে নিয়ে গেছে ইউনূস গং। অথচ তারাই বলে বেড়াচ্ছে দেশে জঙ্গী নেই।

এদিকে,‌সারা বিশ্বে উন্নত দেশগুলো বাংলাদেশকে ৫ আগস্টের পর গণনার মধ্যে ধরছে না। জঙ্গীবাদের খবর সব দেশ‌ জানে। এবং ভিসা দেয়াও বন্ধ করছে।

মালয়েশিয়া থেকে যাদের এরেস্ট করে দেশে পাঠানো হলো, তারা সবাই জঙ্গী এটা মালয়েশিয়ার পুলিশ বলছে। অথচ ইউনূস গং তাদের কে বলছে তারা জঙ্গী না!

‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিদের গ্রেপ্তার এবং তিনজনকে ফেরত পাঠানো হলেও দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টার মুখে হাস্যকর কথা শোনা গেলো।

দেশে অতীতে জঙ্গি তৎপরতা থাকলেও এখন সেসব ‘নির্মূল করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

সেখানে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।”

অথচ অন্তর্বর্তী সরকার আছেই জঙ্গীদের উপর ভর করে।

এদিকে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশে কোনো ‘জঙ্গি নেই’। আগে ‘জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক সাজানো হত’ বলেও ভাষ্য তার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *