ঢাকা: ইউনূস আমলে প্রতিহিংসার রাজনীতির ফাঁদে পড়েছে আওয়ামী লীগ।
প্রতিদিন গ্রেপ্তারি চলছে ভুয়া মামলায়। কারাগারে আর জায়গা নেই। দেড় হাজার বন্দী যেখানে আঁটে সেখানে ছয় হাজার বন্দী। এমন অবস্থা করেছেন দেশের ইউনূস।
প্রশান্ত কুমার রায় যার ছাত্র রাজনীতি থেকে জেল জুলুম অত্যাচার সবকিছু সহ্য করে রাজনীতির মাঠে আছেন।
নেত্রকোনা জেলার আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়কে অবৈধ ইউনুস সরকারের পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ছিলেন।
উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ৬০টি মামলা হয়েছে।
ভুয়া মামলা সব। জানা গেছে, নেত্রকোনা মডেল থানা ও বারহাট্টা থানায় দায়ের হওয়া মামলার মধ্যে প্রশান্তকে অন্তত আটটি মামলায় আসামি করা হয়।
এদিকে সন্ত্রাসী দলগুলো প্রশান্ত রায়ের বিরুদ্ধে উঠেপড়ে লাগে। একে তো হিন্দু, তার উপর আওয়ামী লীগ।
জেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে প্রশান্তর গ্রেপ্তারের দাবি জানান।
এখানেই শেষ না, দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে প্রশান্ত কুমার রায়ের চারতলা বাসায় হামলা চালিয়ে আসবাবসহ ভাঙচুর, টাকাপয়সা ও স্বর্ণালংকার লুটপাট করে।
মব করেছে বলা যায়। অথচ যে অন্যায় জঙ্গী দলগুলো করেছে তার কোনো বিচার নেই।