চট্টগ্রাম: সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, দেশ বিক্রির কর্মকাণ্ডে মুহাম্মদ ইউনুস পুরোপুরি সক্রিয়, যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বে খাটো করে বিদেশি স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ধীরে ধীরে সেই পথে এগোচ্ছেন ইউনূস।
অথচ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এসব বিষয়ে সর্বোচ্চ সর্তক ছিলেন।
ইউনুস সাহেব হাসিমুখে সব প্রস্তাবের জন্য উপযুক্ত জায়গা খুঁজে দিচ্ছেন। কারণ যেখানে তাঁর স্বার্থ সেখানে দেশ বিক্রি করতেও তার বাঁধবে না।
বিগত সরকারের আমলে ভারতবিরোধীরা বলতো, ভারতের সাথে দেশ বিক্রি করার চুক্তি করেছে আওয়ামী লীগ সরকার অথচ এক বছর হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই এখন আর সেই চুক্তির কথা কেউ বলেনা। আর এই ইউনুস সরকার ও একটা চুক্তি ও বাতিল করেনি।
সেই দল এখন ইউনূসের সাথে মিলে দেশবিক্রি করছে।
এদিকে, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও ব্যস্ততম টার্মিনাল নিউমুরিং কনটেইনার
টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।
৬ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ড্রাই ডক কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ৭ জুলাই থেকে ড্রাই ডক এনসিটি পরিচালনার কাজ শুরু করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ( পরিচালক প্রশাসন, চবক, স্কুল- কলেজ) বিষয়টি নিশ্চিত করে জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডের (ডিপিএম) মাধ্যমে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।