ঢাকা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হানলো ভারত। জঙ্গিদেশ পাকিস্তানকে কোনোভাবেই ছাড় নয়। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনা জানিয়েছে, মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে, বুধবার (৭ মে) পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুইদেশের আকাশসীমা অনিরাপদ বিবেচনায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্য পরিবর্তন করেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই বিষয়ে জানিয়েছেন, রুট পরিবর্তন করা ফ্লাইটগুলো হচ্ছে তার্কিশ এয়ারলাইনস, জাজিরা এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজের।
তিনি জানান, তুরস্ক থেকে ঢাকামুখী ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গিয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে জাজিরার ফ্লাইট অবতরণ করে দুবাইয়ে এবং অন্যটি ফিরে যায় কুয়েতে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, “আজ সকাল থেকে স্বাভাবিক ভাবে ডাইভার্টেড ফ্লাইট তিনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাতে শুরু করেছে।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পুরুষ এবং তাদের মধ্যে সদ্য বিবাহিতদের ধর্মের ভিত্তিতে আলাদা করে নির্মমভাবে খুন করা হয়। যারা হিন্দু তাঁদের মেরে ফেলা হয়েছে। সেই জঙ্গী হামলার বদলা নিলো খুব ভালোভাবে ভারত।