কুমিল্লা: বাংলাদেশে ভয়াবহ এক আতংকের নাম মব। মুহাম্মদ ইউনূসের উস্কানিতে এই মব সংঘটিত হচ্ছে দেশে!

তিনি তাঁর নির্বিকার ভাষণ, কাজেকর্মের মধ্য দিয়ে মব উস্কে দিচ্ছেন।

বাংলাদেশের উন্নয়নের ধারা এবং অগ্রগতিকে থামিয়ে দিয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

মব বাহিনীর তান্ডবে দেশের মানুষ আতংকিত এবং দিশাহারা।স্বৈরাচারী ইউনুস তার দোসররা নিজ হাতে দেশ টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে।

২০২৫ সালের প্রথম ৫ মাসে মব হামলার ঘটনা ঘটেছে ১৪১টি , নিহত ৫২ জন, আহত ২৮৯ জন । এই সংখ্যা আরো বেশিও হতে পারে।

আবারো মুরাদনগরে পিটিয়ে মেরে ফেলা হলো তিনজনকে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয়েছে।

উস্কে দিয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে।

মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক পেটানো হয়। এখন আইন কিছু করে না দেশে, আইনের প্রয়োজন নেই। জামাত, বিএনপির লাঠি, অস্ত্র দিয়ে কাজ চালিয়ে দেয়া হয়।

বোরহানকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না।

বোরহান আরো মারের ভয়ে নিখোঁজ হয়ে যান।কিংবা তাকে নিখোঁজ করে ফেলা হয়েছে। অথবা মেরেও ফেলা হতে পারে। এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছেলের নিখোঁজের ঘটনায় বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার-চেয়ারম্যানরা সংঘবদ্ধ হয়ে মা রুবি ও ছেলে-মেয়েকে কুপিয়ে হত্যা করেন।

জামাত বিএনপির কাজই খুন খারাবি, অপহরণ।

র‍্যাব কর্মকর্তা বলেন, গত ৩ জুন যে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়, তাঁদের মধ্যে একজন জোনাকি আক্তার। এই জোনাকির স্বামী মনির হোসেনের বাড়ি মোবাইল চুরির অভিযোগে অভিযুক্ত বোরহানের বাড়ির পাশে।

বোরহান যখন মোবাইল চুরি করে ধরা পড়েন, তখন তার বাবা জোনাকির পরিবারের কাছে সাহায্য চান। যাতে তাঁর ছেলেকে বেশি মারধর না করা হয়।

জোনাকি আক্তার, তাঁর মা রোকসানা আক্তার রুবি ও ভাই রাসেল মিয়া বোরহানকে জনরোষ থেকে বাঁচানোর চেষ্টা করেন।

১ জুলাই এ নিয়ে সালিস হয়। সালিস করেন মুরাদনগরের আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া। কোনো মীমাংসা ছাড়াই সালিস শেষ হয়।

তবে বোরহান কে আর পাওয়া যায় না। বোরহানকে এখনো পাওয়া যায়নি। হয়তো কোনো ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছে জামাত বিএনপি।

নিহতরা হলেন, রোকসানা আক্তার রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়া। এই ঘটনায় আরও দুইজন মেয়ে আহত হন, তারা চিকিৎসাধীন রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *