ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর জন্য বাংলাদেশের ঢাকাসহ চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এবং পাহাড়ি এলাকাতেও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিন, মঙ্গলবার, ৮ জুলাই ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার জন্য এদিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এদিকে, ফেনীতে টানা বৃষ্টি ও নদীভাঙনে দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভারী বৃষ্টিতে শহর ও গ্রামাঞ্চলে পানি জমে গেছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার ফলে জলাবদ্ধতা আরও বেড়ে গিয়েছে।
পরশুরামে মূহুরী নদীর পানি বিপদসীমার মাত্র ৫.১৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।