কক্সবাজার: কক্সবাজারের সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাঁরা। আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ছাত্রকে নিয়ে হিমছড়ির সৈকতে সাগরে নেমে তলিয়ে যাওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হল, তবে এখনও নিখোঁজ আছেন আরেকজন।

বুধবার সকাল ৯টার দিকে সমিতি পাড়া এলাকার সমুদ্র সৈকত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

যে ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম আসিফ আহমেদ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, “মরদেহ ভেসে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন।”

মঙ্গলবার ভোরে কক্সবাজারের হিমছড়ির সৈকতে সাগরে স্নান করতে নেমে তলিয়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন ছাত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *