খাগড়াছড়ি: বৃষ্টিপাতে খাগড়াছড়ি জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বেড়ে গেছে। ফলে দীঘিনালার মেরুং ও কবাখালি ইউনিয়নের অন্তত পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪৪টি পরিবার।
একজন নেট নাগরিক লিখেছেন: “কি অবস্থা খাগড়াছড়িবাসী আগে তো বৃষ্টি হওয়ার আগে খিঁচুড়ি খেতেন,,আর এখন গরম গরম খিচুড়ি খাচ্ছেন তো?
এখনো সময় আছে সবাই একসাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সবাই যুক্ত হন”।
ভারী বৃষ্টির ফলে চেঙ্গী, মাইনী ও ফেনী নদীর পানি বেড়েছে। যান চলাচল বহু জায়গায় বন্ধ হয়ে গিয়েছে।
এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে পড়ে।
খাগড়াছড়ি শহরের শালবন, কুমিল্লাটিলা, সবুজবাগসহ পাহাড়ঘেঁষা এলাকায় প্রায় সাড়ে তিন হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বাস করছেন, তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে।