চট্টগ্রাম: রক্তে রক্তে গ্রুপ মিলে গেলে অপরাধী বেঁচে যায় বাংলাদেশে। অর্থাৎ ইউনূস গং এর রক্ত আর অপরাধীর রক্ত এক হলে অপরাধ মাফ করে দেয়া হয়!
পরবর্তীতে যাতে আরো অপরাধ করতে পারে সে পথ সুগম করে দেয়া হয়।
খুব বিচিত্র এই ইউনূস শাসনকাল।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের মন্ড সিগারেট, মোবাইল ফোন, নিষিদ্ধ ক্রিম এবং ল্যাপটপ জব্দ করা হয়েছে।
কিন্তু যেহেতু তারা প্রথমবার অপরাধ করেছে, তাই তাদের সুন্দরভাবে ছেড়ে দেয়া হয়।
এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সহায়তা করে এভসেক ও বিমানবাহিনীর টাস্কফোর্স।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০০ কার্টুন মন্ড সিগারেট, ৭টি স্মার্টফোন,২৫০০ পিস নিষিদ্ধ ক্রিম এবং ১টি ল্যাপটপ। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।
যাদের কাছ থেকে পণ্য উদ্ধার করা হয়েছে তাদের নাম- মো: রিপন, মজিবুর রহমান এবং মো: তাজুল ইসলাম।
তবে তাদের অপরাধ খুব নগন্য মনে হয়েছে, তাই ছেড়ে দেয়া হয় তাদের পুজো করে।
শুধু মালামালগুলো রাখা হয়েছে। যেভাবে উপদেষ্টা আসিফকে ছেড়ে দেয়া হয়েছে, সেভাবেই এদের ছেড়ে দেয়া হলো।
অপরাধীদের না ছাড়লে ইউনূসকে নিরাপত্তা দেবে কে?