ঢাকা: উড়ো খবরে যাত্রীদের আত্মা উড়ে গিয়েছিলো। তবে এই খবরটা শুনে অনেক যাত্রী বলছেন, ‘এখন বিমানে উড়তে ভয় লাগে, কখন কী হয় কোনো ঠিক নেই, আগে আমরা এমন পরিস্থিতিতে ছিলাম না, এখন পদে পদে ভয়’!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ‘বোমা’ থাকার খবরে আচমকা চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছিল।

পরে ফ্লাইটে থাকা সব যাত্রী এবং ক্রুদের নিরাপদে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

তবে এখন ফ্লাইটটি তার গন্তব্য কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম লিগ্যাল এফেয়ার্স ও ম্যানেজার পাবলিক রিলেশন্স (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ খান এই বিষয়ে জানিয়েছেন, কাঠমুন্ডু ফ্লাইটের সিকিউরিটি চেক সম্পন্ন করে লাগেজ এবং যাত্রীদের অন বোর্ড করানো হয়েছে।

এখন এয়ারপোর্ট এটিসি ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন পাইলটরা। এটিসি ক্লিয়ারেন্স পেয়ে গেলেই বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

অজ্ঞাত সূত্র থেকে হঠাৎ বোমা থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে বিমানের বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে তার আগেই বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। যাত্রীরা স্বাভাবিকভাবেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে।

বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে চলে আসে।

তবে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।

এই বোমাতঙ্ক কেন ছড়ানো হলো, আসলেই কোনো উদ্দেশ্য ছিলো কিনা এসব তদন্তের বিষয়ে কোনো কিচ্ছু জানানো হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *