ঢাকা: শৈক্ষিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা একদম ভেঙে পড়েছে বাংলাদেশে। শেখ হাসিনার কালের সেই সুস্থ পরিবেশ আর নেই।
এখন ছাত্ররাও মন্দ রাজনীতিতে যোগ দিচ্ছে, তাদেরকে জোরও করা হচ্ছে।
এবার দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম।
শনিবার সকাল থেকে সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আলম।
বিভিন্ন দাবি দাওয়া পূরণ না হওয়ায় তাদের আন্দোলন চলছিলো।
গত ২৮ মে থেকে পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। তারা পড়াশোনা যে করবেন, থাকবেন সেই নিরাপদ আবাসন পর্যন্ত নেই। তাদের নিরাপদ আবাসনের দাবিটি ছিল প্রধান।
কিন্তু তাদের যৌক্তিক দাবিগুলোও পূরণ হচ্ছিলো না।
২২ জুন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ওইদিন দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়। তবে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বেন না বলে জানিয়ে দেন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
এরপর ৮ জুলাই একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষা কার্যক্রম ফের শুরুর সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী শুক্রবার খুলে দেওয়া হয় হোস্টেল, এবং শনিবার সকাল থেকেই শুরু হয় ক্লাস।
তবে দাবিগুলো সব পূরণ হয়েছে কিনা সেভাবে নিশ্চিন্ত কিছু জানা যায় নি।