ঢাকা: এনসিপির নাহিদ ইসলাম বলেছিলেন ‘ইন্টারনেট বন্ধ মানবাধিকারের লঙ্ঘন। আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে’।
অথচ এখন যে কোটি কোটি জনগণের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেদিকে এনসিপি, জামায়াত, ইউনূস কারো হুঁশ নেই।
এনটিটিএন কোম্পানি আর মোবাইল অপারেটরগুলো নিজেদের মধ্যে টানাটানি করে অবকাঠামো শেয়ার না করায় এখনো পর্যন্ত দেশের সব জায়গায় ইন্টারনেট পৌঁছানো যায়নি।
জনগণ ভুগছে নেটহীনতায়।
এখনো দেশের নয় কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে।
বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারী বলেছেন, দুই পক্ষ যেন সহযোগিতার পথে আসে, সেজন্য তিনি ‘জোর খাটাতে চান’।
শনিবার (১২ জুলাই) ঢাকার একটি হোটেলে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং অবকাঠামো’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেশের টেলিকম খাতের শীর্ষ কর্মকর্তাদের সামনে কথা বলছিলেন এই খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান।
আগস্ট পর বাংলাদেশে কোনো সমস্যার সমাধান নেই, আছে সমস্যা নিয়ে আলোচনা কেবল।