যশোর: এটা কি মহাসড়ক নাকি ধানক্ষেত? দেখলে তফাত বোঝা যাবে না।
যশোর খুলনা মহাসড়ক এর চেঙ্গুটিয়া নামক স্থান এ রাস্তার অবস্থা মারাত্মক।
যশোরের বসুন্দিয়া থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টিতে তৈরি হয়েছে গর্ত। কোথাও হাঁটু সমান কাদা। ভয়ঙ্কর অবস্থা দেখার কেউ নেই।
দক্ষিণাঞ্চলের বাণিজ্যক রুট হিসেবে পরিচিত এই যশোর-খুলনা মহাসড়ক।
এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সরকারের খবর নেই নির্মাণের।
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নওয়াপাড়া নদীবন্দর, মোংলা বন্দর ও ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান রুট হিসেবে ব্যবহার হয় এটি।
প্রধান রুট হলেই কী? ভোগান্তির শেষ নেই।
সড়ক বিভাগের তথ্য বলছে, শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়ক নির্মাণে এরই মধ্যে ৩২১ কোটি টাকা ব্যয় হয়েছে। নতুন করে আরো ১৭২ কোটি টাকার কাজ চলমান।
এই ধানক্ষেতে অনেক গাড়ির এক্সেল ভেঙে আটকে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিদিন বাস ও ট্রাক নষ্ট হচ্ছে।