ঢাকা: সারাদেশে আওয়ামী লীগের গ্রেপ্তার হচ্ছে, ভুয়া মামলা‌ দিয়ে, কখনোবা বিনা মামলাতেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে নেতা কর্মীদের। এবং তাঁদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দেশে।

নেতা কর্মীরা বিনা অপরাধে ১৪ শিকের ভিতরে, তাহলে শিক্ষকরা কেন বাইরে থাকবে? তাই সাদা‌ দল বিএনপির রাজনৈতিক প্রতিহিংসা জেগে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিস্থিতি আবার উত্তপ্ত করার চেষ্টায় লেগেছে এই সাদা দল।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের দলভিত্তিক রাজনীতি নিয়ে সমালোচনা দীর্ঘদিনের রয়েছে।

শিক্ষকরা রাজনীতিতে জড়াচ্ছেন, ছাত্র তো আছেই, সেই দেশে শিক্ষা আর কোথায় হবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ৩টি দল আছে। সাদা, নীল এবং গোলাপী। এই তিনটি দলই তিন ধরণের রাজনীতির প্রতি অনুগত।

সাদা দলের ব্যানারে যেসব শিক্ষক রয়েছেন তারা বিএনপি পন্থী, নীল দল আওয়ামী পন্থী এবং গোলাপী দল বামপন্থী হিসেবে পরিচিত।

এবার সাদা দল নীলের বিরুদ্ধে লেগেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিচার চেয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দল।

রবিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানবন্ধনে সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান বলেন, “আমাদের আজকের প্রোগ্রামের দুটি এজেন্ডা, খুনি হাসিনার যে রেকর্ড ফাঁস হয়েছে- তার বিচার দাবি এবং তার সঙ্গে যারা উৎসাহ প্রদান করেছে- বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তৎকালীন সরকারকে ব্ল্যাংক চেক দিয়েছিল যে- ‘আপনারা গুলি চালান’।

“এখন সেই আওয়ামীপন্থি শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বিবৃতি দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, যেইদিন আমাদের সন্তানদের উপর গায়ে হাত তোলা, অত্যাচার করা এবং হত্যার হুকুম করা হয়েছিল, সেইদিন আপনাদের বিবেক কই ছিল? সেই দিন তো আপনারা বিবৃতি দেননি। আমি পরিষ্কারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষকদের বিচার দাবি করছি।”

তিনি বলেন, “এখানে কোনো লুকোচুরি নেই, তারা সেই সময়ে গণভবনে গিয়েছে এবং ভিডিও ফুটেজ ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়াতে তার প্রমাণ রয়েছে।

“সেই সকলের উপর ভিত্তিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাব- এদের বিচার করার জন্য।”

সাদা দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সরকার বলেন, “যত দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে, এটাই হবে এদেশে সবচেয়ে বড় সংস্কার”।

অথচ বিএনপির অবস্থা যে ক্ষমতায় আসার আগেই সঙ্গীন হয়ে গেছে সেটা তাদের খবর নেই।

আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা, মিথ্যা ও গুজব ছড়ানো হয়েছে প্রতিটা ক্ষেত্রে জঙ্গীরা ধরা খেয়েছে তারপরও শয়তানদের চরিত্র বদল হয় নাই।

বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে।

সাদা দল কিন্তু মবের বিরুদ্ধে কথা বলে না। সাদা দল খুনের বিরুদ্ধে রাস্তায় নামে না।

অন্যের পথে কাঁটা বিছাতে গিয়ে যে নিজের পথ কন্টকাকীর্ণ হয়ে গেছে, তা খবর আছে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *