ঢাকা: বন্যায় একবার ভেসে গিয়েছে বাংলাদেশ। প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
এবার উপকূল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে।
উত্তর বঙ্গোপসাগর ও পাশের বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয় অতিভারি বৃষ্টিপাত।
লঘুচাপের জন্য মোংলা, কক্সবাজার, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।