খুলনা: বাংলাদেশে অপহরণ, চাঁদাবাজি, মব, ধর্ষণ এখন খুব সহজলভ্য হয়ে চাল ডালের মতো।
এবার তো দিব্যি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে গেলো খোদ খাদ্য পরিদর্শককে ।
খুলনা নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ পরিয়ে অপহরণ করার সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে আসল পুলিশ।
রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা , চোখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
পরে তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
খোদ আমলা, কর্মকর্তাদের নিরাপত্তা সেখানে সাধারণের জানমালের কী নিরাপত্তা থাকবে?
সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে ট্রলারে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা পুলিশের হ্যান্ডকাপ ব্যবহার করেছিল।
অপহরণ করে মুক্তিপণ দাবি করে। খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার গতকাল রোববার রাতেই খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আসল পুলিশ তাঁকে উদ্ধার করে।