বরগুনা: বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নির্বাচন কর্মকর্তা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এগুলো সবটাই বাহানা। মূলত আওয়ামী আমলের অপকর্মের নথিপত্র পুড়িয়ে ফেলতে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে।

আওয়ামী লীগ আমলের সুষ্ঠু নির্বাচনের কোনো চিহ্ন এই সন্ত্রাসী দল রাখবে না।

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকের ঘটনা এটি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, “আগুনে এনআইডি কার্ড শাখার কক্ষটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ওই কক্ষে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ছিল। সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।”

ঘটনার বর্ণনায় জেলা নির্বাচন কার্যালয়ের নৈশপ্রহরী মো. শাকিল বলেন, “অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে এনআইডি কার্ড শাখা রুমের মধ্যে শব্দ শুনতে পায়। পরে সে আমাকে বিষয়টি জানালে আমি রুমের কাছে যেতেই দেখি বড় বড় আগুনের গোলা বের হচ্ছে। আমি তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে বিদ্যুতের সার্কিট ব্রেকার অফ করে দেই এবং অফিসে বড় স্যারদের জানাই।

“পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।”

খুব পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *