ঢাকা: হায়রে ফ্রান্সের শিক্ষা- সংস্কৃতি- সভ্যতা! ফ্রান্সের ইতিহাস অনেক সমৃদ্ধ।
অথচ এই তাদের কথোপকথন। বাস্তিল দুর্গের ঘটনার সাথে মিলিয়ে ফেলছে গণভবন দখলের ঘটনা?
তারা জানে ৫ আগস্ট কী ঘটেছিলো বাংলাদেশে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ ছাড়তে। তিনি পালাননি। এবং কোনো ছাত্র জনতাকে গুলির আদেশ দেননি।
বরং শান্তিতে সমঝোতায় আসতে চেয়েছিলেন। কিন্তু হাসিনাকে সরানোর বীজ তো বহু আগে বপন হয়ে গেছে।
কোটা আন্দোলন তো শুধু পা রাখার একটা পথ ছিলো।
বাংলাদেশের ৮০% এর ওপরে পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা হলো।পুলিশদেরকে নির্বিচারে খুন করে আগুনে পুঁড়িয়ে দেয়া হলো। রেহাই পেলো না প্রেগন্যান্ট মহিলা পুলিশও।
ওয়াকারের সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেনি। কতো হাজার পুলিশ খুন হয়েছে,
শুধু তাই না, আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকে রুট লেভেল পর্যন্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হলো।
সারা দেশে মুক্তিযুদ্ধসহ সব ধরনের ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুর করা হয়েছে।
ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর আগুন দিয়ে পুঁড়িয়ে দেয়া হয়েছে। সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।
গণভবন লুটপাট করা হয়েছে। সেনাবাহিনী নিজেও লুটপাটে অংশ নিয়েছে।
৫ আগস্টের দিন গণভবন লুটপাট করেছে জঙ্গী বাহিনী এবং একজন বয়স্ক মায়ের সমান মহিলা শেখ হাসিনার অন্তর্বাস ঝুলিয়ে ঝুলিয়ে তামাশা করেছে সন্ত্রাসীরা!
এর সাথে দুর্গের তুলনা করা হলো?
আর বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের রাজতন্ত্রের দুর্গ। এই দুর্গে রাজতন্ত্র বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো।
তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক।
১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।
প্যারিস শহরে উত্তেজিত জনতা ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ ই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয়। সমস্ত বন্দিরা মুক্তি পায়।
বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক।
জুলাই জুলাই মিলিয়ে দিলে ঘটনা এক হয়ে যায়?
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন দখলের সঙ্গে ফরাসির বিপ্লবের প্রাক্কালে বাস্তিল দুর্গ দখলের মিল থাকার কথা বলেছেন ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।
মেরির কথা হতবাক করার মতো।
রোববার ঢাকায় ফরাসি জাতীয় দিবসের অনুষ্ঠানে এই মিল পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আপনারা সবাই জানেন, ২৩৬ বছর আগে প্যারিসের জনগণ রাজনৈতিক বন্দিশিবির এবং রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দূর্গ দখল করেছিল। এটা ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পরে ফরাসি বিপ্লব হিসেবে পরিচিত পায়।
“ঘৃণিত শাসনের প্রতীক হিসেবে বাংলাদেশে আপনারা গণভবন দখলে নিয়েছেন। এর প্রায় এক বছর হয়ে গেছে এবং খুব শিগগির ৫ অগাস্ট আপনারা এটা উদযাপন করবেন। যে মূল্যবোধের জন্য আপনারা লড়াই করছেন, সেটা আমাদের খুব পরিচিত।”
কোথায় মূল্যবোধ দেখলেন, কী দেখলেন?