ঢাকা: ফ্যাসিস্ট দোসর ট্যাগ লাগিয়ে ভয়াবহ অত্যাচার চলেছে দেশে।
মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টা, জঙ্গী বাহিনী লুটেপুটে শেষ করেছে দেশটা এই এক বছরে।
এনসিপির আঙুল ফুলে কলাগাছ হয়েছে অথচ তারা সুন্দর দেশে বসবাস করে দেশের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে।
আর এদিকে, সজ্জনদের হয় কারাগারে পাঠানো হচ্ছে, না হয় দেশত্যাগে নিষেধাজ্ঞা।
এবার সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
নিষেধাজ্ঞায় যারা পড়েছেন সেই আরো দুই ব্যক্তি হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তাঁর স্ত্রী খোদেজা খাতুন।