নরসিংদী: এর দায় কাকে দেয়া যাবে, ইউনূসের নিযুক্ত করা নতুন প্রশাসন নাকি বিদ্যুৎ বিভাগকে?
কাঠগড়া থেকে যদি আসামি পালিয়ে যায়… তাহলে তো….?
খুব সর্বনেশে কথাবার্তা!
নরসিংদী জেলা দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়েছে।
সোমবার (১৪ জুলাই) জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টের কাঠগড়া থেকে আসামি পলায়নের এই ঘটনা ঘটে।
ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল।
এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় আরামে পালিয়ে যায়।
আদালতের মতো নিরাপত্তা-বেষ্টিত জায়গা থেকেও কীভাবে পালিয়ে যেতে পারে এক আসামি? নিরাপত্তা ব্যবস্থায় এত ফাঁক কেন?