বান্দরবান: বান্দরবানে মর্মান্তিক ঘটনা ঘটে গেলো।

বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ছুটে আসা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পরিবারের দুই জনসহ তিন নারী নিহত হয়েছেন।

সোমবার, ১৪জুলাই সকা‌লে বান্দরবানের চিম্বুক সড়‌কের তোরে মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনাটি ঘ‌টে।

যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, তুম‌লে ম্রো (১৭), রও‌লেং ‌ম্রো (৩৫) এবং রি‌য়েম ম্রো।

মৃত্যুর ঘটনায় পাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বান্দরবান চিম্বুক সড়‌কের বারো মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। বিস্ফোরণে ছুটে আসা তারে জ‌ড়ি‌য়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

স্থানীয়রা জানাচ্ছেন, একটানা বৃষ্টি হবার ফলে শর্টসার্কিট হয়ে পাড়ার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ঘরগুলোতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

এগুলো দেখাশোনার জন্য, ঠিক করার জন্য সরকারের কোনো লোকজন নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *