ঢাকা: টোকাই দল জামায়াতের উস্কানিতে গোপালগঞ্জে যে উস্কানি দিলো, তারা চেয়েছিলো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক, তারা মজা লুটবে।

উপদেষ্টা মশাইরা বলে দিয়েছেন আওয়ামী লীগের সমর্থক বা সদস্যদের ভেঙে দেওয়া হবে। কী ভেঙে দিতে চেয়েছেন তারা? মাথা, ঘাড়, মেরুদণ্ড, পা নাকি টেংরি?

তাঁদের অর্ডারেই তো পুলিশ আর আর্মি সাধারণ মানুষের দিকে গুলি চালিয়েছে। তাঁরা মৃত্যুই চেয়েছেন। গোপালগঞ্জের প্রতিটি নিহত আর আহত’র জন্য দায়ী এই টোকাইরা।

আবার এরাই সাধু সেজে থাকতে চায় জনগণের কাছে।

খুলনায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের আচরণ এখন জঙ্গি বাহিনীর মতো।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জে শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার আছে এটা এনসিপি প্রমাণ করেছে।’

তিনি জানান, ‘যত বাধাই আসুক, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী “জুলাইয়ের দেশ গড়ার পদযাত্রা” কর্মসূচি দেশের সব জেলায় অনুষ্ঠিত হবে।’

হামলার প্রতিবাদে এনসিপি আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, ‘যদি প্রশাসন আরও সচেতন হতো, তাহলে হয়তো এমন হামলা এড়ানো যেত। আমরা ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

সম্পূর্ণ মিথ্যাচারী এই টোকাই দল। এখন‌ আবার জুলাই পদযাত্রার নাম করছে!

দেশের নানা জেলায় যখন এনসিপির ”জুলাই পদযাত্রা” চলছিল, শুধু গোপালগঞ্জে গিয়ে সেটা কেনো ”মার্চ টু গোপালগঞ্জ” হয়ে গেলো?

হঠাৎ করে সেটা ”মার্চ টু” কেনো হয়ে গেলো? এর কারণ একটাই, উস্কানি!

রাজনৈতিক প্রভাব ও ভাষ্যের দিক থেকে এই দুই শব্দ কখনোই এক না।

”মার্চ টু” মানে প্রতিপক্ষের কেন্দ্র বা শক্তির উৎসের দিকে দখলের উদ্দেশ্যে অগ্রসর হওয়া। গোপালগঞ্জের কর্মসূচির উদ্দেশ্য তাহলে ছিল দখল করা?

এটা তো পরিষ্কার। গোপালগঞ্জে গিয়ে সারজিসরা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান কেন দিলো?

কি দখল চেয়েছে তারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর দখল? যেটা এনসিপি ৩২ নম্বর ভাঙ্গার সময় “এরপর শেখ মুজিবের কবর” বলে ঘোষণা দিয়েছিল?

জনগণ বোকা? গোপালগঞ্জবাসী জানপ্রাণ দিয়ে কবর ঠেকিয়েছে।

১৬ জুলাই দিনেইতে শিবির ক্যাডার আবু সাঈদ মারা গিয়েছিল। যাকে মেরে আন্দোলনকে চাঙ্গা করেছিলো জঙ্গী বাহিনী।

এই দিনেই কেন‌ বাছলেন গোপালগঞ্জকে?

এই দিনটাকে পুঁজি করে টুঙ্গিপাড়ায় একটা অঘটন ঘটাতে চাইছিলো এরা।

যা হয়েছে, সবকিছুর দায় এদেরকেই নিতে হবে।

এনসিপি (ন্যাশনাল সিটিজেন্স পার্টি) নতুন দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে গিয়ে যে পথ বেছে নিয়েছে, তা কেবল বিপজ্জনক নয়, ভয়াবহভাবে উস্কানিমূলক।

তাদের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *