ঢাকা: দেশ স্বচ্ছ করার নমুনা দেখা যাচ্ছে এক বছরে। একের পর এক সংস্কার, স্বচ্ছতা উপচে পড়ছে!
যে দলের নিজেদেরই নিবন্ধন নাই, সেই দলের কয়টা বাচ্চা কিশোর গ্যাং আসছে এদেশের প্রাচীনতম দলের নিবন্ধন বাতিল করতে, কতটা হাস্যকর।
আওয়ামীলীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন(ইসি)। নির্বাচন সঠিক সময়ে করতে পারবে তো? কতটুকু স্বচ্ছ হবে?
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা বৈধতা দিয়েছে এমন ৯৬ সংস্থার নিবন্ধন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন।
দেশকে লুটে স্বচ্ছ করার কাজে লেগেছে টোকাই থেকে শুরু করে ইউনূস বাহিনী!
এদিকে, নতুন নীতিমালায় পর্যবেক্ষকদের নিবন্ধনের বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমমান থেকে বাড়িয়ে এইচএসসি ও সমমান নির্ধারণ করেছে।
ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে শিগগির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি নতুন পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে কমিশন।
মেটিকুলাস ডিজাইনেই তাহলে নতুন পর্যবেক্ষক সংস্থা আনা হবে!
আসলে ডঃ ইউনুস দায়হীন, পক্ষপাতদুষ্ট। তাঁর বাহিনী দিয়ে অবাধ/স্বচ্ছ নির্বাচন কোনোভাবেই হবে না।