ঢাকা: ছিনতাই রাহাজানি চাঁদাবাজি ধর্ষণ আর কত? পুলিশের সামনে দিয়ে ছিনতাই করে চলে যাচ্ছে ছিনতাইকারী, পুলিশ একটা শব্দ করে না। আইন কার হাতে তাহলে?

আইনের চোখে কি এগুলো পড়ে না আইনের লোক কি কাঠের চশমা পড়ে?

পুলিশ, সেনাবাহিনী শুধু বুটের তলায় মানুষ পিষার জন্য আছে এই বাংলাদেশে! জামাতিতে ভরেছে পুশিশূ, সেনাবাহিনী! ওরা তো এখন দলদাস! দেশ চালাচ্ছে জামাতি।

এবার রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলো আরামে এক ছিনতাইকারী।

পুলিশ কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে। ব্যাগ ছিনিয়ে চাপাতি হাতে দিব্বি পুলিশের সামনে দিয়ে কোমর দুলিয়ে চলে যায় ছিনতাইকারী ।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে দ্রুত।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ছুটে যায়, কিন্তু ঐ পুলিশ কোথায় তা কেউ জানে না!

ভুক্তভোগী এখনো থানায় যাননি বলে জানা যায়। তিনি বা তারা যাবেন কী করে? চাপাতির কোপে প্রাণনাশের হুমকিতে পড়েছেন! নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই পুলিশবাহিনী!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *