গোপালগঞ্জ: গোপালগঞ্জ এখন যেন টান টান উত্তেজনার শহর। রাজনৈতিক কর্মসূচি, সংঘর্ষ, কারফিউ—সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত।

সাধারণ মানুষের উপর চলছে অযথা অত্যাচার।‌

আজ রবিবার, ২০ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

এনসিপি টোকাইরা ইচ্ছাকৃতভাবে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। বেয়াদবি করা বা সিনিয়রদের অসম্মান করা এদের রাজনীতি?

প্রশাসন, ইউনূসের পূর্ণ সহায়তায় এবং নিরাপত্তার মধ্যে এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জে জঙ্গি তৎপরতা চালিয়েছে।

গোপালগঞ্জকে কুক্ষিগত করে রাখার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করেছে জঙ্গী বাহিনী।

জেলার যেকোনো স্থানে যেকোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, “রোববার সকাল থেকে ১৪৪ ধারা জারি রয়েছে; চলবে রাত ৮টা পর্যন্ত।

“পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা ও সরকারি অফিস ১৪৪ ধারার আওতা মুক্ত রাখা হয়েছে। এ সময় সভা-সমাবেশ ও একাধিক ব্যক্তির একসঙ্গে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।”

কারফিউ শিফিলের পর রোববার সকালে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে; চলছে যানবাহন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *