ঢাকা: এরা নাকি রাজনৈতিক দল? নিজের নাম ঠিকানার ঠিক নেই, এরা পদযাত্রা করে? দেশের সংস্কার করে?

প্রাথমিক যাচাই বাছাইয়েই সব ফেল করে বসে আছে! এতটুকু যোগ্যতা নেই এই টোকাই দলগুলোর।

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ১৪৪টি নতুন দল আবেদন করলেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দল পাশ করতে পারেনি। সবটায় ত্রুটি।

প্রথম ধাপে ৬২টি নিবন্ধনপ্রত্যাশী দলকে ঘাটতির তথ্য পূরণে চিঠি দিয়েছিল ইসি। এবার দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮২টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে সংস্থাটি।

ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দিয়েছি। এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে সব দলকে আমরা ১৫ দিন সময় দিয়েছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *