ঢাকা: ৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এক নেট নাগরিক লিখেছেন, “গভীর রাতের বিষয়! ভাইভা যদি একটি পরীক্ষা হয়ে থাকে এবং এর মাধ্যমে যদি সত্যিই মেধার যাচাই করা হয় তাহলে ৪৮ তম স্পেশাল বিসিএস এ কীভাবে ৩০০০ পদের বিপরীতে ৫২০৬ জনকে ভাইভার সুযোগ দিয়েছে এই কমিশন! সরাসরি ৩০০০ জনকে টিকিয়ে দিলেই পারতো”!
উল্লেখযোগ্য যে, এতে ৫ হাজার ২০৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্রে জানা যায়, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।