ঢাকা: এনসিপি-বিএনপির লড়াই! একদিকে টোকাই এনসিপি বেয়াদবির রাজনীতি শুরু করেছে, সেনার সাঁজোয়া যান ছাড়া যারা অচল।

অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে লাগামহীন বেয়াদবির বক্তব্য।

আর বিএনপির লাগামহীন চাঁদাবাজি, খুন তো চলছেই। সুঁই বলে চালনিকে, চালনি বলে সুঁইকে… এমন একটা পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনীতিতে।

ইশরাক পুরো আত্মবিশ্বাসী সুরে জানিয়ে দিলেন, আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ জিততে পারবেন না।

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই, এনসিপির কেউ জয়লাভ করবেন। তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন।’

অবশ্য দ্রুত নির্বাচন না হলে বিএনপির অবস্থাও খারাপ হবে, সেটাও তারা জানে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে এক মশাল মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথাগুলো বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে। কারণ, শহীদরা কেউ জানতেন না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে।’

তিনি বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তি বাকস্বাধীনতা আছে। তার মানে এই নয়, আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচারবহির্ভূত কথা বলছেন, সেটিকে গণতন্ত্র বলে না।’

তিনি আরো বলেন, ‘কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে নাসিরুদ্দীন পাটওয়ারী যে শিষ্টাচারবহির্ভূত কথা বলেছেন, তার জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। নতুবা চকরিয়ার মতো সারা দেশে জনগণ তাদের অবাঞ্ছিত করবে’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *