ঢাকা: এই অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেয়ার যে দৃঢ় মানসিকতা থাকতে হয় সেটা নেই একেবারেই।
সবার প্রতিবাদের মুখে এইচএসসি স্থগিত করেছে রাত তিনটায়। এই সাধারণ মানবিক সিদ্ধান্ত নিতে এত দেরি হবার যেখানে কথাই নয়। মনে হয় তারা যুদ্ধে যাবার প্রস্তুতি নিচ্ছে ।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় অবশেষে স্থগিত এইচএসসি পরীক্ষা নেওয়ার তারিখ পরে জানানো হবে।
মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হবে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বার্তায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত থাকবে।
আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে।
উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।’