চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’র স্ত্রী তামান্না শারমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

শনিবার, ১০ মে রাত সাড়ে ১০টা নাগাদ নগরীর বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, “তামান্না শারমিন একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।”

উল্লেখযোগ্য যে, এর আগে, চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে।

স্বামী সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হুমকি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে তিনি দাবি করেন, “আমরা বান্ডিল বান্ডিল টাকা দিয়ে আমার জামাইকে বের করে আনব। যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের ছাড় দেওয়া হবে না।” গ্রেপ্তারের সময় সে নিজেকে সেলিব্রেটি, ব্লগার হিসেবে পরিচয় দিচ্ছিলো। দেখা যায় হাসতে হাসতে ঘর থেকে বের হলো, হাসতে হাসতে থানায় ঢুকলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *