ঢাকা: বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন। মূল্যায়ণ ভালো থাকলে ওরা আরো ভালো করতো!
সাগরিকা-ঝলকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এক সাগরিকার কাছেই হেরে গেলো হিমালয়কন্যারা। সোমবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিকসহ সাগরিকার চার গোলে নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে সোনালি ট্রফি নিজেদের করে নেন আফঈদা খন্দকাররা।
দুর্দান্ত টানটান উত্তেজনার ম্যাচ।
সাগরিকা ফিরেছে জাদুকরী বল নিয়ে।
নিষেধাজ্ঞা কাটিয়ে তিন ম্যাচ পর ফিরেই জাদুকরী পারফরম্যান্সে দেশকে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি এনে দিলেন সাগরিকা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক ছিল সাগরিকার।
পরের ম্যাচে নেপালের বিপক্ষেও এক গোল করেন।
ওই ম্যাচে নেপালের এক ফুটবলারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।
তবে জ্বলে উঠতে সময় লাগেনি নিষেধাজ্ঞা কাটিয়েই নিজের মহিমায় চলে এলেন সাগরিকা। করলেন হ্যাটট্রিক।
দ্বিতীয় সর্বোচ্চ আট গোল সাগরিকার নামের পাশে।
ম্যাচের আট মিনিটে প্রথম গোল হয় সাগরিকার।